• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

এক ঘণ্টা বাড়ানো হয়েছে বইমেলার সময়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০২:৪২ পিএম
এক ঘণ্টা বাড়ানো হয়েছে বইমেলার সময়

আসছে অমর একুশে বইমেলার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বিগত বছরগুলোতে বইমেলা শুরু হয় বেলা তিনটা থেকে। তবে এবার মেলা প্রতিদিন এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে শুরু হবে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী জানান, শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। ওই দিন বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

প্রত্যেক বছর ১ ফ্রেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। করোনার কারণে গত বছর ও চলতি বছর মেলার শুরু সময় নিয়ে ব্যত্যয় ঘটে। চলতি মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা আছে। 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!