• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নানা পরিবেশনায় স্বরকল্পন আবৃত্তি চক্রের কর্মশালার সমাপনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০২:২৫ পিএম
নানা পরিবেশনায় স্বরকল্পন আবৃত্তি চক্রের কর্মশালার সমাপনী
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একঝাঁক তরুণ শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হলো স্বরকল্পন আবৃত্তি চক্রের ৫৩তম আবর্তনের কর্মশালার সমাপনী। ‘কবিতার সজীবতায় চিত্তের শুভ্রতা’ প্রতিপাদ্যে এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শিল্পীদের নান্দনিক পরিবেশনায় শুরু হয় আয়োজন।

শাহিদুল হক মিল্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পী ও আবৃত্তিপ্রেমিরা।

৫৩তম আবর্তনের কর্মশালা সমাপনী অনুষ্ঠানে তরঙ্গ, বনলতা, নীহারিকা, গুঞ্জন ৪টি পৃথক দলের মোট ৩১ জন তরুণ শিল্পী এতে অংশ নেন।

শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও উপস্থাপনা শৈলীর প্রসার ঘটাতে দুই যুগেরও বেশি সময় ধরে ‘স্বরকল্পন আবৃত্তি চক্র’ সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে।

Link copied!