• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পকলায় ৬ দিনব্যাপী নৃত্য উৎসব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০২:০৪ পিএম
শিল্পকলায় ৬ দিনব্যাপী নৃত্য উৎসব

শুদ্ধ নৃত্য চর্চা ও এর জাগরণের লক্ষ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে রোববার (২২ অক্টোবর) থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে নৃত্য উৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করেছে। শুদ্ধভাবে নৃত্যচর্চায় উব্দুদ্ধ করার লক্ষ্যে জেলা, বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকেও অংশগ্রহণ করবে অর্ধশতাধিক নৃত্যদল। 
শিল্প ও শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গনজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্টপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন। 

৬ দিনব্যাপী জমজমাট এই আয়োজনে প্রতিদিনই থাকবে কমপক্ষে ৮-৯ টি নৃত্যদলের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রতিদিন নৃত্য উৎসব আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এই উৎসব সবার জন্য উন্মুক্ত।

দেশের ৬৭ টি নৃত্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই উৎসব। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবে আরও ৪ টি নৃত্যদল। জাকজমকর্পূণ উৎসবের উদ্বোধনী দিনেও থাকবে বিভিন্ন দলের পরিবেশনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

উৎসবের প্রথমদিনের আয়োজনে শুরুতেই নৃত্যালেখ্য পরিবেশন করবে নৃত্যদল – নৃত্যাঞ্চল। কত্থক কম্পোজিশন (তারানা) পরিবেশিত হবে নৃত্য পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। 
এরপর নৃত্যালেখ্য ‘বঙ্গবঙ্গুর প্রতি শ্রদ্ধাঞ্জলি’পরিবেশন করবে বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র) নৃত্য পরিচালক এ্যানি ফেরদৌস। 

খণ্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ’ পরিবেশন করবে ভঙ্গিমা ডান্স থিয়েটার। নৃত্য পরিচালনায় সৈয়দা সায়লা আহমেদ লিমা। নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’পরিবেশন করবে নৃত্যদল- নন্দন কলা কেন্দ্র। নৃত্য পরিচালনায় এম আর ওয়াসেক।  

আমাদের বাংলাদেশ’নৃত্যালেখ্য পরিবেশন করবে ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম। নৃত্য পরিচালনায় মাশরুর রহমান ও হোসেন মাহবুব। বিঝু উৎসব খণ্ডনৃত্য পরিবেশন করবে তপস্যা নৃত্যদল। নৃত্য পরিচালনায় ফিফা চাকমা। এর পরের পরিবেশনায় থাকবে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী । নৃত্যালেখ্য  হৃদয়ের কবি’ পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্ৰ। নৃত্য পরিচালনায় - কবিরুল ইসলাম রতন । এবং সবশেষে ‘বঙ্গবন্ধুর প্রিয় গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ডালিয়া আহমেদ।

২৩ অক্টোবর ২০২৩ গণজাগরণের নৃত্য উৎসবে যেসব নৃত্যদলের পরিবেশনা থাকবে- নৃত্যসুর, নৃত্যছন্দ, সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস ( নিউ জার্সি, যুক্তরাষ্ট্র), ধ্রুপদী নৃত্যালয়, রিদম ডান্স গ্রুপ, অ্যালিফিয়া স্কোয়াড, নাচঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল, ঘুঙ্গুর নৃত্যালাপ। 

এ ছাড়া ২৪, ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর ২০২৩ সমাপণী দিনেও থাকবে ভিন্ন ভিন্ন নৃত্যদলের পরিবেশনাG

Link copied!