এপ্রিলে করোনার ধকল কাটিয়ে ওঠার কয়েক মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ। শ্বাসকষ্টসহ কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনি।
আনন্দবাজার জানায়, তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বুদ্ধদেব গুহ। মঙ্গলবার তাঁর রক্তচাপ কমে যাওয়ায় সিসিইউতে স্থানান্তর করা হয় ৮৫ বছর বয়সী এই লেখককে।
করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই নানা সমস্যায় ভুগছেন বুদ্ধদেব। হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে।
বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও লিভার ও কিডনিতেও সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও কোভিড পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়েনি এবার।
এই মুহূর্তে তিনি গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার। এপ্রিলে আক্রান্ত হওয়ার ৩৩ দিনের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব গুহ।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































