• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

২৬৮ ঘণ্টার টানা লাইভে যুবকের বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৩:৪০ পিএম
২৬৮ ঘণ্টার টানা লাইভে যুবকের বিশ্বরেকর্ড

বিশ্বজুড়ে এখন লাইভের জয়জয়কার। কোনো ঘটনা হোক অথবা প্রডাক্ট বিক্রির লাইভ- এসব করেই এখন খ্যাতি পাওয়া যায়। রীতিমতো তারকা হয়ে উঠে। পরিচিতি ও জনপ্রিয়তা দুটোই পাওয়া যায়। এমনকি লাইভ করে বিশ্বরেকর্ডে নামও উঠে যাওয়ার ঘটনা ঘটছে।

সম্প্রতি লাইভ করে গিনেস বুকে নাম তুলেছেন ইউটিউব তারকা হাসান সুলেমান। তিনি আবুফালাহ নামে বেশি পরিচিত।

গিনেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, একটানা ২৬৮ ঘণ্টা ১৪ মিনিট ২০ সেকেন্ড লাইভস্ট্রিমে ছিলেন আবুফালাহ। তার সেই লাইভে যুক্ত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ লাখ ৯৮ হাজার দর্শক। তার এই লাইভ একটি নয়, বরং দুটি বিশ্বরেকর্ড করেছে।

নিজের ইউটিউব চ্যানেল থেকেই লাইভে আসেন আবুফালাহ। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাছে বুর্জ পার্কে একটি কাঁচের বাক্স রেখে লাইভস্ট্রিম করেন। এক লাখ শরণার্থীর জন্য মানবিক সহায়তা বাড়াতে "The World's Coolest Winter" শিরোনামে লাইভস্ট্রিম শুরু করেন।  ১০ মিলিয়ন না হওয়া পর্যন্ত তিনি লাইভ চালিয়ে যান। দ্য মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস (UAE) স্বেচ্ছাসেবী দলের হয়ে তিনি এই লাইভস্ট্রিমটি করেন। এই লাইভ থেকে তিনি এক কোটি ১০ লাখ ডলার আয় করেন।

আবুফালাহ জানান, আফ্রিকা ও আরব বিশ্বের শরণার্থীদের তীব্র শীতের হাত থেকে বাঁচাতে লাইভ থেকে প্রাপ্ত অর্থ পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন দেশের শরণার্থীদের জন্য খাদ্য, শীতের পোশাক, কম্বলও পাঠানো হয়েছে।

লাইভস্ট্রিমে এসে এর আগে ৩টি দাতব্য সংস্থার জন্য লাইভ করেছেন এই ইউটিউব তারকা। সেটিও রেকর্ড সংখ্যক জনপ্রিয়তা পায়।

Link copied!