• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বামীকে নিলামে তুললেন এই নারী! অতঃপর..


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৪:২৩ পিএম
স্বামীকে নিলামে তুললেন এই নারী! অতঃপর..

নিজের স্বামীকে অন্যের সঙ্গে ভাগ নেওয়ায় কত আপত্তি থাকে নারীদের। স্বামীর দিকে অন্য নারীর চোখ পড়লেই বেধে যায় দ্বন্দ্ব। সেখানে নিজের স্বামীকে যদি কেউ নিলামে তোলেন তাহলে সবার চোখ তো সেখানে পড়বেই। আর সেই খবরই রটে বেড়াবে চারপাশে।

নিজের স্বামীকে নিলামে তুলে খবরের লাইমলাইটে এসেছেন নিউজিল্যান্ডের এক মহিলা। অনলাইনে তিনি নিজের স্বামীকে বেচার জন্য নিলামে তুলেছেন। অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি!

সম্প্রতি অনলাইনে স্বামীকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন ওই নারী। সেই বিজ্ঞাপনে সাড়াও পেয়েছেন। মানে ওই স্বামীকে কিনতে ইতোমধ্যে কয়েকজন নারী আগ্রহও দেখিয়েছেন।

দ্য সান প্রতিবেদনে জানায়, নিউজিল্যান্ডের বাসিন্দা ওই মহিলা একটি ওয়েব  সাইটে নিজের স্বামীকে নিলামে তুলেছেন। যার আবেদনে সাড়াও দিয়েছেন প্রায় ১২ জন নারী।

ওয়েবসাইটে নিজের স্বামীর বর্ণনা দিয়ে ওই নারী জানান, তার স্বামী নাম জন। বয়স ৩৭ বছর। উচ্চতা ৬.১ ফুট। বন্দুক চালানো আর মাছ ধরা তার শখ। মাঝে মাঝে  চাষাবাদও করেন।

ওই নারী আরও জানান, ইতোমধ্যে ওই বিজ্ঞাপনে ১২ নারী সাড়া দিয়েছে। তারা সবাই আগ্রহী। নিলামে দাম উঠেছে ৫ হাজার টাকা।

এই দম্পতির দুইটি সন্তানও রয়েছে। স্বামীর প্রতি কোনো অভিযোগও নেই। তবুও কেন স্বামীকে নিলামে তুলেছেন তার কারণ স্পষ্ট করেননি ওই নারী। তবে বিষয়টিকে বেশ কৌতুহলীভাবেই দেখছেন নেটিজনেরা।

Link copied!