বয়স ৩০ পেরিয়েছে? এখন আলসেমি করলে চলবে না। বরং ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। অ্যান্টি-এজিং ক্রিম, ফেসমাস্ক বা ফেসপ্যাক দিয়ে প্রতিদিন ত্বকের যত্ন করতে হবে। বাজারে ত্বকের যত্নে অ্যান্টি-এজিং ক্রিম পাওয়া যায়। তবে অনেকের ত্বকে তা স্যুট করে না। কেমিক্যাল দিয়ে বানানো এসব ক্রিম ত্বকের আরও ক্ষতি করে। তাই ঘরেই অ্যান্টি-এজিং ক্রিম বানিয়ে নিতে পারেন। ত্বকের স্বাস্থ্যের জন্য় ঘরের এই ক্রিম হবে সবচাইতে নিরাপদ এবং কার্যকরী।
হোমমেইড অ্যান্টি-এজিং ক্রিম বানানোর প্রক্রিয়া ও ব্যবহারের নিয়ম জানাব আজকের আয়োজনে_
কমলার অ্যান্টি-এজিং ক্রিম
যেভাবে বানাবেন_
কমলার ৩ থেকে ৪টি কোয়া বিচি ও আঁশ ফেলে ব্লেন্ড করে নিন। আধা টেবিল চামচ রস নিন একটি বাটিতে। এবার এই রসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে নিন। এরপর এতে অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে অ্যালোভেরা জেল দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে ফেলুন। এয়ার টাইট কাঁচের কৌটায় রেখে দিন।
ব্যবহার করবেন যেভাবে_
ঘরে তৈরি কমলার অ্যান্টি-এজিং ক্রিম ১৫ থেকে ২০ দিন ব্যবহার করা যাবে। ফ্রিজে রেখে ব্যবহার করুন। রাতে মুখ ধোয়ার পর প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিম পুরো মুখে মেখে নিন।
উপকার পাবেন যেভাবে_
কমলায় থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলো ত্বকের দাগছোপ কমাবে। ব্রণ ও বয়সের ছাপ দূর করবে। ত্বকে টানটান ভাব রাখবে। এছাড়াও ত্বককে উজ্জ্বল, ঝকঝকে, এবং সুন্দর করবে। এছাড়াও অ্যালোভেরাতেও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। যা র্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে। শরীরে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়। ত্বকের বলিরেখা হালকা করে। ত্বকের চামড়া ঝুলে যাওয়া রোধ করে।