• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

স্থানীয়রা কেন আশ্রয়কেন্দ্রে আসতে চান না?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০২:৪৮ পিএম
স্থানীয়রা কেন আশ্রয়কেন্দ্রে আসতে চান না?

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। বাংলাদেশের উপকূলের মানুষদের কাছে এমন প্রাকৃতিক দুর্যোগ নতুন নয়। সাইক্লোন মোকাবিলায় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বাংলাদেশের দৃষ্টান্ত। তবু ঘূর্ণিঝড়ে মৃত্যু বা হতাহতের ঘটনা একদম শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়নি। এর বেশ কিছু কারণ আছে।

ঘূর্ণিঝড়ের আগে উপকূল এলাকায় মাইকিং করা হয়। কিন্তু স্থানীয় মানুষের মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়া নিয়ে একটা দ্বিধা কাজ করে। এর কারণ হচ্ছে, অনেক সময় বাড়িঘর বা এলাকা ফাঁকা দেখে দুর্বৃত্তরা চুরি, ডাকাতি ও লুটতরাজে মেতে ওঠে। বেহাত হয়ে যায় গবাদিপশু পর্যন্ত।

আবার আশ্রয়কেন্দ্রের পরিবেশ অনেক সময় নারী ও শিশুদের জন্য সহনীয় থাকে না। এজন্য অনেকে সেখানে যেতে সংকোচ বোধ করেন।

আরেকটি কারণ হচ্ছে, আবহাওয়া অফিসের সতর্কবার্তা সম্পর্কে স্থানীয়জনদের অবিশ্বাস বা আস্থাহীনতা। এমন হয়েছে, অতীতে বড় ধরণের দুর্যোগের কথা ঘোষিত হলেও আসলে তেমন কিছু ঘটেনি। তাই অনেকে ভিটেমাটি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে চান না।

Link copied!