• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

পৃথিবীতে বৃষ্টি কেন হয়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ১২:৪৭ পিএম
পৃথিবীতে বৃষ্টি কেন হয়?

বৃষ্টি মূলত পানিচক্র নামক প্রক্রিয়ার ফলাফল। পানিচক্র হল পৃথিবীর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের মধ্যে পানির ক্রমাগত চলাচল। এটাকেই বৃষ্টিপাত বলা হয়।


বৃষ্টি কিভাবে হয়

  • সূর্য পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত করে, যার ফলে মহাসাগর, হ্রদ এবং অন্যান্য জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়। জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উত্থিত হয়, যেখানে এটি শীতল হয়ে মেঘে পরিণত হয়।
  • যত বেশি জলীয় বাষ্প মেঘের কণাগুলিতে ঘনীভূত হয়, মেঘগুলো আরও বড় এবং ভারী হয়।
  • মেঘ এত ভারী হয়ে যায় যে তারা আর সমস্ত পানির ফোঁটা ধরে রাখতে পারে না। পানি বৃষ্টিপাত হিসাবে পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে, যা বৃষ্টি, তুষার, ঝিরিঝিরি বা শিলাবৃষ্টিতে রূপ নিতে পারে।

সুতরাং পানিচক্রের কারণেই পৃথিবীতে বৃষ্টিপাত হয়। যা সূর্যের শক্তি এবং পৃথিবীর পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের মধ্যে পানির চলাচল দ্বারা চালিত হয়।

Link copied!