বছর ঘুরে আবারও চলে এসেছে ভালোবাসার সপ্তাহ। প্রতিবছরের শীতের শেষে, আর বসন্তের শুরুতে ভালোবাসার রং জেগে উঠে। ভালোবাসার মানুষগুলোর জন্য বিশেষ দিনের আয়োজন থাকে। পালন করা ভালোবাসার নামে বিভিন্ন দিবস। যা বিশ্বব্যাপী পালিত হয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও এখন পালিত হচ্ছে এই দিবসগুলো। ভালোবাসার কপোতকপোতীরা নানা আয়োজনে দিবসগুলোকে উপভোগ করেন। তাই প্রস্তুতি শুরু করে দিন এখনই। তার আগে জেনে নিন, কবে থেকে শুরু হচ্ছে ভালোবাসার সপ্তাহ, আর কোনদিন কোন দিবসটি পালিত হবে।
ভ্যালেন্টাইন’স উইক বা ভালোবাসা সপ্তাহ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি শুক্রবার থেকে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালনের মাধ্যমেই এই সপ্তাহের শেষ হবে। প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে এখনই পরিকল্পনা শুরু করে দিন। আর জেনে নিন, ভালোবাসার সপ্তাহের দিনগুলোতে অর্থাত্ ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন দিবস পালন করা হবে।
৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’
ভালোবাসার সপ্তাহটি শুরু হবে রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস দিয়ে। গোলাপকে ভালোবাসার চিহ্ন হিসেবে ধরা হয়। প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এই দিবসটি উদযাপন করা হয়। তবে প্রিয় মানুষকে মনের ভাব প্রকাশে গোলাপের সঠিক রং বেছে নেওয়া জরুরি। কারণ একেক রঙের গোলাপের অর্থ একেক রকম। তাই গোলাপ বেছে নেওয়ার আগে, ভেবে দেখুন-কাকে কোন গোলাপ দিচ্ছেন।
৮ ফেব্রুয়ারি `প্রোপোজ ডে`
ভালোবাসা সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো প্রোপ্রজ ডে অর্থাত্ প্রস্তাব দেওয়ার দিন। এটিকে রোমান্টিক দিন হিসেবে পালন করা যায়। প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালোবাসার প্রকাশ করতে পারেন এই দিনে। নিজের মনের কথা প্রকাশ করার অন্যতম মাধ্যম হতে পারে এই দিনটি।
৯ ফেব্রুয়ারি ‘চকলেট ডে’
ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন চকলেট দিবস। সম্পর্কের বন্ধনকে চকলেটের মতোই মিষ্টি করতে প্রিয়জনকে চকলেট উপহার দিতে পারেন। শুধুমাত্র প্রেমিক-প্রেমিকারাই চকলেট আদান প্রদান করতে পারেন তা নয়, যেকোনো প্রিয়জনকেই এই দিনে চকোলেট উপহার দিতে পারেন।
১০ ফেব্রুয়ারি ‘টেডি ডে’
প্রিয় মানুষকে টেডি বিয়ার উপহার দিয়ে ভালোবাসার প্রকাশ করতে পারেন। এই দিনকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন আকারের টেডি পাওয়া যায়। পছন্দমতো কিনে প্রিয় মানুষকে উপহার দিন।
১১ ফেব্রুয়ারি ‘প্রমিজ ডে’
ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন হলো প্রমিজ বা প্রতিশ্রুতি দিবস। সঙ্গীকে প্রতিশ্রুতি দেওয়ার দিন। সঙ্গীর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। এতে ভালোবাসা মজবুত হয়।
১২ ফেব্রুয়ারি ‘হাগ ডে’
ভালোবাসার সপ্তাহের ষষ্ঠ দিনে পালিত হয় হাগ ডে বা আলিঙ্গন দিবস। প্রিয়জনকে আলিঙ্গন করে ভালোবাসার প্রকাশ করতে পারেন। প্রিয়জনের স্পর্শ ভালোবাসার বন্ধনকে জোড়ালো করবে।
১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’
ভালোবাসার সপ্তাহের সপ্তম দিন হলো ‘কিস ডে’ বা চুম্বন দিবস। এই দিনটি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হতে পারে। এতে ভালোবাসার গভীরতা বাড়ে। সঙ্গীর সম্মতিতে এই দিনটিতে ভালোবাসার প্রকাশ করতে পারেন চুম্বনের মাধ্যমে। এতে সম্পর্কের দূরত্বও কমবে।
১৪ ফেব্রুয়ারি `ভ্যালেন্টাইন’স ডে`
ভ্যালেন্টাইন’স সপ্তাহের শেষ দিন ভ্যালেন্টাইন ডে পালিত হয়। এই দিনে ভালোবাসার পূর্ণতা দিতেই সব আয়োজন থাকে। প্রিয়জনকে খুশি করার কোনো সুযোগ যেন বাদ যায় না এই দিনে। প্রিয়জনের পছন্দের উপহার, পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া, পছন্দের খাবার খাওয়াসহ কত আয়োজন থাকে বহুল প্রতীক্ষিত এই দিবসটিতে। বলা যায়, শুধুমাত্র ভালোবাসার নামেই দিনটিকে উত্সর্গ করা হয়।