বিবাহিত সম্পর্ক সবার কাছে গুরুত্বপূর্ণ। এবং সবাই চায় তার বিবাহিত জীবন সুখী হোক। তবে দুর্ভাগ্যবশত বিয়ের পর নারী-পুরুষ যেমন সংসার শুরু করে তেমনি বিচ্ছেদের ঘটনাও ঘটে। চলুন জেনে নেওয়া যাক বিবাহবিচ্ছেদের উল্লেখযোগ্য কিছু কারণ-
- খুবই সাধারণ বিষয়ে দম্পতিদের মধ্যে ঝগড়া লেগে যাওয়া। এবং এর কারণে বারবার সঙ্গীকে অসংলগ্ন কথা বলা কিংবা সঙ্গীকে অসম্মান করা।
- অনুমান ও সন্দেহে কারণে বেশিরভাগ ক্ষেত্রে মারামারি, তর্ক ও ভুল বোঝাবুঝি।
- বিশ্বাসঘাতকতার কারণেও অনেকের বিবাহবিচ্ছেদ ঘটে। হতে পারে সেটি বিবাহবহির্ভূত সম্পর্ক অথবা
- অর্থনৈতিক কোনো লেনদেন।
- একজন অন্যজনের প্রতি দায়িত্বহীন আচরণ করা।
- ড্রাগে আসক্ত হয়ে সঙ্গীর সঙ্গে অস্বাভাবিক আচরণ
- অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার ফলে দু’জনের মধ্যে সমস্যা তৈরি হওয়া
- পারিবারিক নির্যাতনের কারণেও একটি সংসার ভেঙে যায়।
- কখনো কখনো দাম্পত্য কলহের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ।
- সর্বপরি দু’জনের মধ্যে বোঝাপড়ার ঘাটতি হলে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা প্রবল হয়ে থাকে।