• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আনারসের জুস বানান মাত্র দুই ধাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৩:৫৭ পিএম
আনারসের জুস বানান মাত্র দুই ধাপে


ইফতারে এক গ্লাস আনারসের শরবত আপনাকে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। চলুন দেখে নিই কীভাবে বানাবেন এই শরবত—
যা যা লাগবে
 

  • আনারসের টুকরা ২ কাপ ‏
  • চিনি ২ টেবিল চামচ 
  • কাচা মরিচ ২ টি ‏
  • বিট লবন পরিমানমত ‏
  • ‏পানি ৩ কাপ 
  • ‏বরফ পরিমানমত


যেভাবে বানাতে হবে
একটি ব্লেন্ডারে আনারসের টুকরা, বিট লবণ, কাচা মরিচ, পানি, চিনি ও বরফ দিয়ে সবকিছু এক সাথে ভাল করে ব্লেন্ড করে নিন। এবার একটি ছাকনির সাহায্যে ছেকে নিন। তৈরি হয়ে গেলো খুব সহজ আনারসের জুস।

Link copied!