• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

বর্ষায় আসবাব ভালো রাখবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ১১:৪৪ এএম
বর্ষায় আসবাব ভালো রাখবেন যেভাবে

সবার ঘরেই কমবেশি আসবাবপত্র থাকে। নিয়মিত এসবের যত্ন না নিলে নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে আসবাবপত্রে পোকামাকড়ের উপদ্রব, ছত্রাকের উপস্থিতি দেখা দেয়। দামি কাঠের আসবাবপত্রও নিস্তেজ ও বিবর্ণ রূপ ধারণ করে বর্ষার সময়ে। আসবাবপত্র ভালো রাখতে কী করণীয় তা জেনে নিন-

ফাটল ঠিক করুন
কাঠের আসবাবপত্রের ফাটল, জয়েন্ট ও কোণগুলোতে যদি ফাটল দেখা যায় তাহলে সেগুলো ভরাট করার ব্যবস্থা করুন। না হলে সেখান থেকে নষ্ট হওয়া শুরু হবে আসবাব।

কর্পূর ট্যাবলেট ও ন্যাপথলিন বল
কীটনাশক ডিওডোরেন্ট হিসাবে কর্পূর ট্যাবলেট ও ন্যাপথলিন বল ব্যবহার করুন। এগুলো আর্দ্রতা শোষণকারী ও কীটপতঙ্গকে দূরে রাখে। এছাড়া নিমপাতা ও লবঙ্গও কার্যকরী প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে কাজ করে ও দ্রুত আর্দ্রতা শোষণ করতে পারে।

দেয়াল থেকে দূরে রাখুন
বৃষ্টির হাত থেকে আসবাবপত্র রক্ষা করতে কাঠের আসবাবপত্র দেয়াল থেকে অন্তত ৬ ইঞ্চি দূরে সরিয়ে নিন। বর্ষায় দেয়াল আর্দ্রতা সঞ্চয় করে ও এটি কাঠের আসবাবপত্রের ক্ষতি করতে পারে। এটি দেয়ালে ডাম্প ধরে না ও কংক্রিটের কাঠামো শ্বাস নেওয়ার জায়গা পায়। ফলে আর্দ্রতা থেকে মুক্তি পায়।

দরজা ও জানালা খোলা

ঘরের আসবাবপত্র ভালো রাখতে হলে দরজা-জানালা খোলা রাখতে হবে। ঘরের ভেতরে যাতে হাওয়া-বাতাস চলাফেরা করতে পারে সে ব্যবস্থা করুন। এটি ঘরের ভেতরে জমাট বাঁধা, আর্দ্রতা ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন

কাঠের আসবাবপত্র ভালো রাখতে এর পরিচর্যা করুন পরিষ্কার কাপড় দিয়ে। ভেজা বা আর্দ্র কাপড় দিয়ে কখনো আসবাবপত্র পরিষ্কার করবেন না।

দরজা ও জানালার কব্জায় তেল বা মোমযুক্ত করুন
বর্ষায় আসবাবপত্রের যত্ন নেওয়ার পাশাপাশি ওয়ারড্রোব, দরজা এমনকি জানালাও পরিষ্কার করতে হবে নিয়মিত। এসময় এগুলোতে জ্যাম ধরতে পারে, তাই অতিরিক্ত চাপ দেবেন না! ঝামেলা এড়াতে বর্ষা শুরুতেই দরজা ও জানালার কব্জায় তেল দিন বা মোম লাগিয়ে নিন।

সংস্কারের পরিবর্তে রক্ষণাবেক্ষণ

বর্ষায় কাঠের আসবাবপত্র সংস্কার করবেন না। কারণ ছুতার কাজ, পেইন্টিং ও বার্নিশের কাজ টেকসই করতে শুষ্ক আবহাওয়া প্রয়োজন। তাই এ সময় রক্ষণাবেক্ষণ করুন সংস্কার না করে।

আনা-নেওয়া করবেন না
বর্ষাকালে আসবাবপত্র পরিবহন করবেন না, বিশেষ করে কাঠেরগুলো। পরিবহনকালে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে আসবাবপত্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি করতেই হয় তাহলে নিশ্চিত করুন সেগুলো ভালোভাবে প্যাক করা হয়েছে কি না।

আসবাবপত্রের ওপর কাপড় শুকাবেন না

অনেকেই বৃষ্টির দিনে বাইরে কাপড় শুকাতে না পেরে কাঠের আসবাবপত্রের ওপর সেগুলো মেলে রাখেন। এতে কিছু আসবাবপত্রের ক্ষতি হয়।এজন্য এই কাজ আর করবেন না ও ঘরে ভেজা কাপড় মেলে রেখে শুকানোর চেষ্টা করবেন না। এতে ঘর আরও স্যাঁস্যাঁতে হয়ে উঠবে।

হিউমিডিফায়ার ব্যবহার করুন
এ সময় ঘরের আর্দ্রতা বজায় রাখতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন। এটি ঘরের আর্দ্রতা পরীক্ষা করতে পারে ও পরিবারের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে। একটি হিউমিডিফায়ার ব্যবহার করলে স্যাঁতসেঁতে দুর্গন্ধ দূর হয় ও আসবাবপত্র ভালো রাখতেও সাহায্য করে।

Link copied!