• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

শীতে ঘর উষ্ণ থাকবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০১:৪৬ পিএম
শীতে ঘর উষ্ণ থাকবে যেভাবে
ছবি: সংগৃহীত

শীতে কনকনে বাতাস ঘরে ঢুকে ঘরকে করে তুলে আরও শীতল। ফলে শরীরে আরও বেশি ঠান্ডা অনুভূতি হয়। ঘর যদি উষ্ণ থাকে তাহলে শীতের তীব্রতা কম লাগে। এক্ষেত্রে অনেকে ঘরকে উষ্ণ রাখতে হিটার ব্যবহার করে। কিন্তু যাদের হিটার নাই তারা ঘরকে উষ্ণ রাখবেন কীভাবে? এ ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে ঘর তুলনামূলক উষ্ণ থাকবে। যেমন-

  • সকালে ঘুম থেকে উঠে জানালা ও পর্দা খুলে দিন। এতে সকালের রোদ ঘরে ঢুকবে। আবার সন্ধ্যা নামার আগে রোদ চলে গেলেই জানালা বন্ধ করে পর্দা টেনে দিন। এতে ঘরের তাপমাত্রা বেশি ঠান্ডা হবে না।
  • বাইরের কনকনে বাতাস যেন ঘরে না ঢুকে সেজন্যে মোটা কাপড়ের পর্দা ব্যবহার করতে পারেন। লম্বা ঝুলের পর্দা ব্যবহার করা ভালো।
  • জানালায় থার্মাল পর্দা লাগাতে পারেন। এটি মোটা কাপড়ে বিশেষ ভাবে তৈরি। যার কারণে এই ধরণের পর্দা ব্যবহারে বাইরের ঠান্ডা বা গরম ভেতরে আসতে পারে না। এতেও ঘরের তাপমাত্রাও ঠিক থাকে।
  • জানলা বা দরজার তলায় ফাঁক থাকলে সেই ফাঁক ঢেকে যায় এমন পর্দা ব্যবহার করুন। সামান্য লম্বা ঝুলের পর্দা ব্যবহার করলেই তা সম্ভব।
  • উজ্জ্বল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি যার কারণে তাপ ধরে রাখার ক্ষমতাও বেশি। তাই শীতকালে দেয়ালের রঙ উজ্জ্বল করে দিন। এতে তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হবে। ঘরও উষ্ণ হবে।
  • শীতে রান্নাঘরের দেয়ালে বিশেষ করে চুলার আশেপাশে কিছু ফয়েল পেপার লাগিয়ে রাখুন। ফয়েল পেপার ঘর গরম রাখে।
  • শীতকালে ঘর গরম রাখতে ফ্লোরে কার্পেট ব্যবহার করুন। এতে মেঝের ঠান্ডা সরাসরি উপরে উঠতে পারে না। ফলে ঘর কম ঠান্ডা হয়।
Link copied!