• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আগুন নেভাতে যেভাবে কাজ করে ফায়ারবল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০১:৩৯ পিএম
আগুন নেভাতে যেভাবে কাজ করে ফায়ারবল


চারপাশে ঘনঘন আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নেভানোর জন্য নানারকমের উপায় ব্যবহার হয়। সেসবের সঙ্গে যুক্ত হলো নতুন এক প্রযুক্তি ফায়ারবল। যেটি ব্যবহার করলে সহজে আগুন নিভে যাবে। চলুন জেনে নিই।


ফায়ারবল কী

ফায়ারবল একটি প্রযুক্তির সাহায্যে তৈরি অগ্নি নির্বাপক বস্তু যেটি  আগুনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আগুনকে নিভিয়ে ফেলে। এটি খুব সহজে যে কোনো জায়গায় লাগানো যায়। এর মধ্যে কোন অপারেটিং সিস্টেম থাকে না এবং কোন ট্রেনিংয়েরও প্রয়োজন হয় না। যে কেউ এটি ব্যবহার করতে পারবে।

 

ব্যবহারের সুবিধা
ফায়ারবল ব্যবহারের সুবিধাজনক দিক হলো এটি দামে সস্তা ওজনে খুবই হালকা এবং রক্ষণাবেক্ষণের কোন ঝামেলা নেই। বাসা থেকে অফিস সবখানেই এটিকে স্থাপন করা যায়।

 

কীভাবে ব্যবহার করবেন
যেখানে আগুন লাগার সম্ভাবনা আছে সেখানে ফায়ারবলটিকে রেখে দিলেই হবে। দাহ্যবস্তু থেকে যদি আগুন লাগে তাহলে এটি নিজে থেকেই ফেটে গিয়ে আগুনকে নিভিয়ে দেবে।
অগ্নিকান্ডের ওপর ছুঁড়ে মারলে অতি সহজে আগুন নিভে যাবে।

Link copied!