গাঁজা সেবন যেখানে নিষিদ্ধ সেখানে এই উপকরণ দিয়েই বাড়ি নির্মান করছে জার্মান। গত কয়েক বছর ধরে এই কাজ করে চলেছে জার্মানির হেনরিক পাউলি নামের এক প্রকৌশলী।
গাঁজাকে এত দিন সাইকোঅ্যাকটিভ মাদক হিসেবে এবং স্বাস্থ্য ও চিকিৎসার নানা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকলেও এবার পরিবেশবান্ধব ও টেকসই বাড়িঘর তৈরির নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহার হচ্ছে।
এ ব্যাপারে প্রকৌশলী পাউলি বলেন, গাঁজা ব্যবহারে ভবন নির্মাণের সুবিধা হচ্ছে এটি পরিবেশবান্ধব। আবার এই ঘরের ইনুসলেশন ভালো হয় এবং একইসঙ্গে ঘর গরম থাকে।
দ্রুত বর্ধনশীল গাজার গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। গাঁজার শণের কার্বন শোষণের মতো গুণকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশ এখন গাঁজার বাড়ি তৈরি করছে। তবে গাঁজা গাছের এতো গুণ থাকা সত্বেও ভবন নির্মানে তেমন একটা কাজে লাগানো হচ্ছে না। কারণ এর শন দিয়ে বাড়ি নির্মানে প্রচলিত উপকরণের চেয়ে ১০-২০% খরচ বেশি।
তবে এর উপকারের কথা বিবেচনায় ভবিষ্যতে বাসাবাড়ি তৈরিতে এর ব্যবহার বাড়বে বলেও আশা হেনরিকের।








































