• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের যে দেশে রাত-দিন একসঙ্গে হয়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৭:৪৩ পিএম
বিশ্বের যে দেশে রাত-দিন একসঙ্গে হয়!
সূত্র: সংগৃহীত

গোটা বিশ্বটাই চমকে ভরপুর। বিশ্বের কোথাও না কোথাও চমকপ্রদ তথ্য পাওয়া যায়। তেমনই চমকপ্রদ তথ্য হচ্ছে, বিশ্বের এমনও দেশ রয়েছে যেখানে রাত ও দিন একইসঙ্গে ঘটে। সাধারণত পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে থাকে। সেই অনুযায়ী কোথাও দিন থাকে তো কোথাও রাত হয়। কিন্তু বিশ্বের বুকে একটি মাত্র দেশ রয়েছে যেখানে একইসঙ্গে রাত ও দিন হয়ে থাকে। জানেন কি, সেই দেশ কোনটি।

সময় নিয়ে এই চমকপ্রদ ঘটনা ঘটে রাশিয়ায়। এক দেশ হলেও এর টাইম জোনে ভিন্নতা রয়েছে। জানা যায়, রাশিয়ায় রয়েছে ১১টি টাইম জোন। সেই দেশের নাগরিকরা একসঙ্গে সকালের খাবার বা রাতের খাবার খান না। বরং এক অংশের মানুষ দিনের খাবার খেলে, অন্য অংশের মানুষেরা রাতের খাবার খেতে থাকেন। কারণ রাশিয়ায় অর্ধেক অংশে যখন দিন হয়, তখন অন্য অর্ধেক অংশে থাকে রাত। যদিও  বছরের কিছু সময়ের জন্যই এমনটা ঘটে। সাধারণত মে থেকে জুলাই মাস পর্যন্ত, প্রায় ৭৬ দিনের সময়টা এভাবেই কাটান রাশিয়ার বাসিন্দারা। তাই এই দেশকে ‍‍`কান্ট্রি অফ মিডনাইট সান‍‍` বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশও বলা হয়।

কিন্তু কেন এমনটা ঘটে, জানেন কি? আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। এখানকার একটি শহর হলো মরমস্ক। এখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হয়। এই সময় দিনরাতের অনুভূতি একেবারে থেমে যায়। পুরো সময়টা সেখানে সূর্যের তাপ খুব বেশি থাকে। সেখানকার মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান। রাশিয়ার এই শহরটিতে সূর্য কখনও অস্ত যায় না। পুরো আকাশজুড়েই ঘুরে চলে সূর্য।

জানা যায়, মরমস্কতে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। বলা যায়, সেখানে নারীদের প্রাধান্য বেশি। এক সময় সেখানে বসবাসকারী পুরুষরা দাড়ি রাখতে পারতেন না। কেউ এই নিয়ম ভঙ্গ করলে জরিমানাও গুণতে হতো। এছাড়াও সেখানে পশুদের প্রতি ভালোবাসার প্রদর্শণ বেশি। পশুদের বিশেষ যত্ন করা হয় এবং তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থাও রাখা হয়। সবমিলিয়ে চমকপ্রদ দেশ রাশিয়া। সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা দিন-রাতের ঘটনাটি বেশ উপভোগ করেন।

Link copied!