• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকআপ হলেই মেয়েরা যা করেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:১৩ পিএম
ব্রেকআপ হলেই মেয়েরা যা করেন

লকডাউনের সময়ে কাছে থাকা কিংবা দূরে থাকা সব সম্পর্কেই যেন ভাটা পড়েছে। যারা নিয়মিত দেখা করতো তারাও এখন দূরে চলে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কবে যে দেখা হবে তারও কোনও ঠিক নেই। এমন পরিস্থিতিতে অধিকাংশ বৈবাহিক বা প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। সমীক্ষায় উঠে এসেছে, ব্রেকআপের মতো কঠিন সিদ্ধান্ত মেয়েরাই বেশি নিচ্ছে। আর সম্পর্ক থেকে বেরিয়ে মেয়েরা কিছু জিনিসে কঠোর হচ্ছেন। কেন হচ্ছেন? আপনিও কি সেই তালিকায় রয়েছেন...

প্রাক্তনকে ফলো করেন

সম্পর্ক থেকে বেরিয়ে ব্রেকআপের পরও বেশিরভাগ মেয়েরাই এই বিশেষ কাজটি করেন। প্রাক্তন সিঙ্গেল না কমিটেড তা সারাক্ষণ পর্যবেক্ষণ করেন। কোনও ফেইক অআইডি দিয়ে প্রাক্তনকে ফলো করেন। যদিও এটা তাদেরকে মানসিকভাবে কষ্ট দেয়। তবুও তারা প্রাক্তনের খবর জানতে সর্বদাই মুখিয়ে থাকেন।

ব্লক করে দেন

ব্রেকআপের পর বেশিরভাগ মেয়েরাই বয়ফ্রেন্ডকে বা স্বামীকে সব সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেয়। এরপর আবার আবার আনব্লক করে। যাতে বয়ফ্রেন্ডের অআপডেট খবরগুলো পেতে পারে।

খুশি থাকার চেষ্টা

ব্রেকআপের পর পর মেয়েরা এমন ভান করেন যেন সবচেয়ে খুশি ও সুখী মানুষ এখন সে। তাদের প্রধান প্রচেষ্টাই থাকে সবথেকে খুশি মানুষ হওয়ার। অনেকে এই চেষ্টায় সফলও হোন। তবে কেউ কেউ সুখী থাকার বিষয়টিতে শুধু শো-অফ করেন।

একদিকেই আটকে থাকেন

ব্রেকআপ কেন হয়েছে সেই বিষয়টি নিয়েই আটকে থাকেন। ব্রেকআপের কারণকে কোনভাবেই বাদ দিতে পারেন না। অনেক সময় তো প্রাক্তনের নেতিবাচক দিকগুলো নিয়েও কারো সঙ্গে আলোচনা করতেই থাকেন। এতে অনেক সময় সামাজিকভাবেও তাকে হেয় হতে হয়।

নতুন সম্পর্কে জড়ানো

ব্রেকআপের পর মেয়েরা খুশি থাকার জন্য় কিংবা প্রাক্তনের ওপর প্রতিশোধ নেওয়ার খাতিরে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। অনেকটা জেদের বশেই এটা করেন। তবে এই বিষয়টি নতুন যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার জন্য়ও খারাপ হতে পারে। যদিও ব্রেকআপের পর মেয়েদের আবেগ বেশি কাজ করে। তাই অনেকেই এমন ভুল করেন।

Link copied!