সমন্বিত ৫ ব্যাংকের ১৪৩৯ শূন্য পদের জন্য এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি অনুসারে স্থগিত হওয়া এ পরীক্ষা ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।
ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। সময় থাকবে ১ ঘণ্টা। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সামাজিক দূরত্ব মেনে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
২০১৯ সালভিত্তিক সমন্বিত এই ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৪ ফেব্রুয়ারি। অনিবার্য কারণে সেই নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে যায়।