ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের মৌখিক পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের মৌখিক পরীক্ষা আগামী ৩ জানুয়ারি শুরু হবে। এ পরীক্ষা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র ইতোমধ্যে এই ওয়েবসাইটে https://erecruitment.bb.org.bd আপলোড করা হয়েছে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং চাকরির অভিজ্ঞতা-সংক্রান্ত সনদের মূল কপিসহ সব সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। কাগজপত্র যাচাইয়ের জন্য প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপস্থিত হতে হবে।