• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০২:১১ পিএম
সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজেএসসিয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। এক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা ২০ বা ২১ জন করে। এ পরীক্ষা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে বিধি অনুযায়ী পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

রোল নম্বরসহ বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে।

Link copied!