পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) রেসিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (আরএইচএল) প্রকল্পে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো–অর্ডিনেটর (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন)
পদসংখ্যা
১
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, হেলথ ইকোনমিকস, ডেভেলপমেন্ট ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল ইকোনমিকস, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং অথবা জিওগ্রাফি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। জলবায়ু পরিবর্তন সেক্টরে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্রজেক্টে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইভ্যালুয়েশন মেথোডলজি সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ও ইকোনমিক অ্যানালিসিস জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিক পিয়ার জার্নালে গবেষণা ফল প্রকাশের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ মেথোডলজিতে প্রশিক্ষণ থাকতে হবে। এসপিএসএস, এসটিএটিএ/এসএএস, ইভিউজ/এনভিভো/ম্যাটল্যাবের কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ওডিকে/কোবো টুলবক্সের কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স
সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন
প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল
ঢাকা
বেতন
১ লাখ ৬০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
২১ ডিসেম্বর ২০২৪
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































