বেসরকারি উন্নয়ন সংস্থা বাসা ফাউন্ডেশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ পদে ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম
বাসা ফাউন্ডেশন
পদের নাম
আঞ্চলিক ব্যবস্থাপক
পদ সংখ্যা
১০
যোগ্যতা
এমএ/এমকম/এমএসসি/এমএসএস/এমবিএ
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর
বেতন
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০/- টাকা।
৬ মাস পর ৪২,০০০ টাকা।
পদের নাম
ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা
পদ সংখ্যা
১
যোগ্যতা
বিকম (অনার্স) সহ এমকম (হিসাব বিজ্ঞান)
অভিজ্ঞতা
পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহে হিসাব বিভাগে কমপক্ষে ৩ (তিন) বছর হিসাব রক্ষক
বয়স
সর্বোচ্চ ৩৫ বছর
বেতন
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা।
পদের নাম
শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা
২৫
যোগ্যতা
এমএ/এমকম/এমএসসি/এমএসএস/এমবিএ
অভিজ্ঞতা
পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে চাকরির বাস্তব অভিজ্ঞতা
বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩১,০০০ টাকা।
৬ মাস পর ৩৩,০০০ টাকা।
পদের নাম
সুপারভাইজার
পদ সংখ্যা
৬০
যোগ্যতা
এমএ/এমকম/এমএসসি/এমএসএস/এমবিএ।
অভিজ্ঞতা
১ বছর
বয়সসীমা
সর্বোচ্চ ৩২ বছর
বেতন
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০০০ টাকা।
৬ মাস পর ২৫,০০০ টাকা।
পদের নাম
মাঠ সংগঠক- গ্রেড ০২
পদ সংখ্যা
৭০
যোগ্যতা
স্নাতক/সমমান।
বয়স
সর্বোচ্চ ৩০ বছর
বেতন
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৮,০০০ টাকা।
৬ মাস পর ২০,০০০ টাকা।
পদের নাম
মাঠ সংগঠক- গ্রেড ০৩
পদ সংখ্যা
১০০
যোগ্যতা
এইচএসসি / সমমান।
বয়স
সর্বোচ্চ ৩০ বছর।
বেতন
শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,০০০ টাকা।
৬ মাস পর ১৮,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
আবেদন করতে লিখিত আবেদনপত্রের সাথে ফোন নংসহ জীবন বৃত্তান্ত, দুই জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরির অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করুন।
আবেদন পাঠানোর ঠিকানা
‘‘হাউজ নং- ৪২, রোড নং- ০৪, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা ঢাকা-১২৩০ ‘’। এছাড়া অনলাইনে [email protected] আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
১৫ সেপ্টেম্বর ২০২৩