নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক। আগ্রহীরা ২৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
বিশ্ব ব্যাংক।
পদের নাম
ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট।
শিক্ষাগত যোগ্যতা
ফাইন্যান্স, অর্থনীতি, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর পাস
অভিজ্ঞতা
পাঁচ বছর।
দক্ষতা
ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
কর্মস্থল
ঢাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে (https://worldbankgroup.csod.com/ats/careersite/JobDetails.aspx?id=16540&site=1) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৬ মার্চ, ২০২২।
সূত্র : প্রথমআলো