• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৫৭৩ সরকারি কর্মী বরখাস্ত করল কলকাতা হাইকোর্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৭:৩৯ পিএম
৫৭৩ সরকারি কর্মী বরখাস্ত করল কলকাতা হাইকোর্ট

পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্কুল সার্ভিস কমিশনের ৩৫০ কর্মীকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রায় পাঁচ শতাধিক সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে চাকরি লাভের অভিযোগের পর এমন ঘোষণা এলো। হিন্দুস্তান টাইমস জানায়, বেআইনি ভাবে চাকরিপাওয়া সব ব্যক্তিদের বেতনের সমস্ত অর্থ ফেরত দিতেও নির্দেশ দিয়েছে আদালত।

এমনকি টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও দুর্নীতির এসব অভিযোগ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এর আগে দুর্নীতি মামলায় তদন্ত কমিটির অদক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আদালতের নির্দেশের পরেও রিপোর্ট পেশ না করায় আগের কমিটি ভেঙে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

দুর্নীতির মামলাগুলোর তদন্ত করে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। এবার এসব মামলায় আগামী ১৬ মার্চের মধ্যে রিপোর্ট পেশের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এ পর্যন্ত ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার।

 

Link copied!