• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাধীনতা দিবসে বিভিন্ন দেশের শুভেচ্ছা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৬:৪১ পিএম
স্বাধীনতা দিবসে বিভিন্ন দেশের শুভেচ্ছা

বাংলাদেশ উদযাপন করছে ৫২তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশকে।

শনিবার (২৬ মার্চ) বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

বাংলাদেশের প্রতি শুভেচ্ছা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। যাতে উভয় দেশই যৌথভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে।

অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এক ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ডিকসন। বার্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নে জোর দেন তিনি।

এক বিবৃতিতে ঢাকায় অবস্থিত কানাডার দূতাবাস থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত ও বন্ধুসুলভ হবে বলে আশা প্রকাশ করে দেশটি।

এদিকে পাস্ববর্তী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক বিবৃতিতে বাংলাদেশি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশ একসঙ্গে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চায় বলে জানান তিনি।

বাংলাদেশ ও ভারত মৈত্রীর সোনালী অধ্যায়ে আরও বহু সময় যোগ হবে বলে আশা প্রকাশ করেন জয়শংকর।

অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের অন্যতম বন্ধু রাশিয়া বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে।

ঢাকার রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাশিয়া এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার উৎকৃষ্ট ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে জোর দিয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন পুতিন।

এছাড়া ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশকে।

Link copied!