ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট এর বিরোধিতা করে আসলেও এশিয়ার অনেক দেশ এখনও নিরব। এমনকি জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোট দানে বিরত ছিল রাশিয়ার মিত্র দেশগুলো।
তবে চীন ও ভারতের এমন অবস্থান হতাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেই ফেললেন সে কথা।
স্থানীয় সময় সোমবার এক বক্তব্যে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া একেবারেই ‘নড়বড়ে’। ওয়াশিংটনের মিত্রদের মধ্যে এমনটা আশা করেননি তিনি।
যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। রাশিয়ার মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন বাইডেন।
এছাড়াও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের ‘স্পষ্ট প্রমাণ’ পেয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস ধরে ইউক্রেনে চলমান রুশ সামরিক বাহিনীর আগ্রাসন যুদ্ধাপরাধের শামিল বলে অভিযোগ করেছে পেন্টাগন।
সোমবার (২১ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।