ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছিল যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধ শুরু করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্র তেমন কোন সামরিক পদক্ষেপ ঘোষণা করেনি।
বিবিসি জানায়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে জো বাইডেন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও যুদ্ধে জড়াতে চাচ্ছেন না। এর পেছনে বেশ কিছু কারণ জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
যুক্তরাষ্ট্রের প্রধান দাবি, রাশিয়ানরা যুদ্ধ করতে ইচ্ছুক হলেও তাদের দেশ আর নতুন করে কোন যুদ্ধে জড়াতে চায় না। ইউক্রেন থেকে নাগরিকদের উদ্ধারেও মার্কিন সেনা যে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বাইডেন।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিকটবর্তী কোন দেশ নয়। আর সেখানে কোন মার্কিন সামরিক ঘাঁটিও নেই। ইউক্রেনে তেলের মত কোন জ্বালানী সম্পদ না থাকায় কৌশলগত স্বার্থও নেই তাদের। যুক্তরাষ্ট্রের বড় কোন বাণিজ্যিক অংশীদারও নয় ইউক্রেন।
আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার আযুহাত দেখিয়ে নব্বইয়ের দশক থেকেই বিভিন্ন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক হস্তক্ষেপের সেই নীতিতে বিশ্বাসী নন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।
১৯৯৫ সালে ইয়োগোশ্লাভিয়ার যুদ্ধ ও ২০০৩ সালের ইরাকের বিরুদ্ধে যুদ্ধে তিনি সমর্থন দিয়েছিলেন তিনি। তবে এসব যুদ্ধের আর্থিক ও অন্যান্য ক্ষয়ক্ষতি কারণে পরবর্তী সময়ে সামরিক শক্তি প্রয়োগের ব্যাপারে বেশ অনাগ্রহী হয়ে উঠেন।
এরপর সাবেক প্রেসিডেন্ট ওবামা লিবিয়ায় ও আফগানিস্তানের যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিলেও তার বিরোধিতা করেন তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর গত বছর নিজেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করেন।
তাই বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন বলছেন এই মুহূর্তে জো বাইডেন জলবায়ুর পরিবর্তন, মহামারির মোকাবেলা আর চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতার দিকেই মনোযোগ দিচ্ছেন। এছাড়াও মার্কিন নাগরিকেরাও আর যুদ্ধে যেতে চাইছেন না। সাম্প্রতিক এক জরিপেও ৭২ শতাংশ মার্কিন নাগরিক রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশ নেয়া উচিৎ নয় বলে রায় দেন।
সেকারণেই রাশিয়ার হুমকি মোকাবেলার চাইতে আগামী মধ্যবর্তী নির্বাচনের লড়াই নিয়েই ব্যস্ত থাকতে চান জো বাইডেন। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই রাশিয়াকে প্রতিরোধ করার চিন্তা করছে তার প্রশাসন।