• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রের ৪৮ রাজ্যে ওমিক্রন শনাক্ত, ভারতে আক্রান্ত ২০০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০১:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের ৪৮ রাজ্যে ওমিক্রন শনাক্ত, ভারতে আক্রান্ত ২০০

করোনার ডেলটা ধরনের প্রকোপ কাটিয়ে ওঠার আগেই যুক্তরাষ্ট্রে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। নতুন ধরনটি এরই মধ্যে দেশটির ৫০ রাজ্যের মধ্যে ৪৮ টিতেই ছড়িয়ে পড়েছে।

সিএনএন জানায়, মাত্র ২০ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রথম ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। অথচ তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে করোনা আক্রান্ত ৭৩ ভাগ মানুষের দেহে ওমিক্রনের সংক্রমণ দেখা গেছে।

এদিকে প্রায় ২৭ ভাগ রোগীর দেহে ডেলটা ধরনের উপস্থিতি পাওয়া গেছে। সোমবার প্রকাশিত মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বের রাজ্যগুলোতে করোনা পরীক্ষায় দেখা গেছে শতকরা ৯৫ ভাগের বেশি রোগী ওমিক্রন আক্রান্ত। শুধুমাত্র ওকলাহোমা আর সাউথ ডাকোটাতেই এখনও পর্যন্ত কেউ ওমিক্রন আক্রান্ত হননি।

অন্যদিকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এদের মধ্যে ৭৭ জন রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

এনডিটিভি জানায়, মহারাষ্ট্র ও দিল্লিতে সর্বাধিক ৫৪ জনের দেহে ওমিক্রন ধরা পড়ে। এছাড়াও তেলেঙ্গানায় ২০, কর্ণাটকে ১৯, রাজস্থান ১৮, কেরালা ১৫ আর গুজরাট ১৪ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভারতে ৫ হাজার ৩২৬ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ কোটি মানুষ।

এছাড়াও ২৪ ঘন্টায় ৪৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মহামারিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার মানুষের।

Link copied!