গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনকে ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির জন্য একে অপরকে দোষারোপ করলেও মীমাংসা হয়নি ইউক্রেন সংকটের।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেষারেষির মাঝেই চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণ হাজির হন তিনি।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফরে অলিম্পিকের চাইতে ইউক্রেন পরিস্থিতিই বাড়তি গুরুত্ব পাচ্ছে। তাই দুই নেতার বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর থাকবে বিশ্ববাসীর।
চীনের বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎকারও একই ইঙ্গিত করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েই শি-র সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন পুতিন।
ব্যবসা, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ নানা ক্ষেত্রেই গত এক দশকে চীন ও রাশিয়ার মধ্যে সখ্যতা বেড়েছে। তাই ইউক্রেন নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির এড়াতে বেইজিংকেই কাছে টানছে মস্কো।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়। সে সময়ও পুতিনের পাশে দাঁড়িয়েছিলেন শি জিন পিং।
যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে শুধু তেল ও গ্যাস কেনার জন্য মস্কোর সঙ্গে ৪০ হাজার কোটি ডলারের চুক্তি সই করে বেইজিং। এর ফলে অর্থনৈতিক ভরাডুবি থেকে বেঁচে যায় রাশিয়া। আর তাই ইউক্রেন সংকট মোকাবেলায়ও হয়তো আগেভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন পুতিন।