• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভোটের আগে মন্দিরের করিডোর উদ্বোধন করলেন মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৭:২৭ পিএম
ভোটের আগে মন্দিরের করিডোর উদ্বোধন করলেন মোদি

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে জোর প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন দল বিজেপিও পিছিয়ে নেই।

তাই প্রচারে এক ধাপ এগিয়ে সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন বিজেপি শাসিত ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভাপতি জেপি নাড্ডাসহ উত্তরপ্রদেশের মন্ত্রী, তিন হাজার পুরোহিত ও অন্যান্য অতিথিরা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এই খবর জানায়।

উদ্বোধনী ভাষণে মোদি বলেন, “যার সঙ্গে মহাদেব আছে, তারই সরকার চলবে। তার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। সুলতানী শাসন এসেছে, তলোয়ার দিয়ে শাসন করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের দেশ এমনই, এখানে আওরঙ্গজেব এলে শিবাজিও এসে যান। আজ সময়ের চক্র দেখুন। আতঙ্ক এখন ইতিহসের পাতায়। আমার কাশী শুধু এগোচ্ছে।”

গঙ্গা নদীর উপর ললিতা ঘাট থেকে বিশ্বনাথ মন্দির পর্যন্ত চলে গেছে নতুন এ করিডোর। পাঁচ লাখ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে ভোগশালা, পর্যটক সহায়তা কেন্দ্র, বৈদিক কেন্দ্র, মুমুক্ষু ভবন, যাত্রী সুবিধা কেন্দ্র, মিউজিয়াম, দর্শন গ্যালারি, ফুড কোর্ট সহ ২৩টি ভবন।

যদিও করিডরের জন্য আশপাশের সব বাড়ি ভেঙে ফেলতে হয়েছে। তবে প্রচুর ক্ষতিপূরণ দিয়ে বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

Link copied!