পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবের ৫ বছরের কারাদণ্ড হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার রাঁচিতে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলার রায় ঘোষণা হয়। রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালতে এই রায় ঘোষণা হয়। রায়ে লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড এবং ৬০ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ৪টি মামলা আদালতে তোলা হয়। সেই মামলাতেও লালুপ্রসাদ যাদবের দোষ প্রমাণিত হয়।
এদিকে ভারতের দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখী হয়ে শিগগিরই রাজনীতিতে ফেরার কথা জানান লালুপ্রসাদ যাদব। বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন বলে জানান।
জানান লালুপ্রসাদ যাবদ বলেছিলে, “শিগগরিই সংসদীয় রাজনীতিতে ফিরব এবং ভোটে জিতবো। আবারো সংসদে আসবো।“
এরইমধ্যে ঘোষিত পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলার এই রায়ের পর লালুপ্রসাদ যাদবের রাজনীতিতে ফেরা অনিশ্চিত হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।