• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে পার্লামেন্টে সাবেক মন্ত্রীর চিঠি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৬:১৫ পিএম
প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে পার্লামেন্টে সাবেক মন্ত্রীর চিঠি

করোনাকালীন স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে বিরোধী এবং নিজ দলের এমপিদের পর এবার সাবেক মন্ত্রীরাও মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের বিরুদ্ধে।

বিবিসি জানায়, শুক্রবারও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল ছিলেন এমপিরা। এ দিন সাবেক মন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য নিক গিব প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছেন। নিক অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী কোভিড বিধিকে ‘স্পষ্টভাবে উপেক্ষা’ করছেন। তার ওপর সবাই ক্ষুব্ধ।

এছাড়াও ডেইলি মিররের প্রতিবেদন বলছে, ২০২০ সালে লকডাউনের জনসন তার জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের নিয়ে বিয়ার খাচ্ছিলেন - এমন একটি ছবি হাতে পেয়েছে তদন্ত পুলিশ। মেট্রোপলিটন পুলিশের মতে এটি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফটোগ্রাফারই তুলেছেন।

লকডাউনের সেই সময় লন্ডনে দুই জনের বেশি লোকের জমায়েত আইনত নিষিদ্ধ ছিল। অথচ স্বয়ং প্রধানমন্ত্রীকেই দুইটি অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে।

কোভিড বিধিনিষেধ কার্যকর থাকাকালীন ডাউনিং স্ট্রিটে এসব অনুষ্ঠানে যোগ দিয়েই পদত্যাগের জন্য চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি ভেঙে মদ্যপানের পার্টিতে গিয়ে তদন্তের মুখোমুখি হলেও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বোরিস জনসন।

Link copied!