• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পুতিনকে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৩:৫৬ পিএম
পুতিনকে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করবেন তিনি। ইউক্রেন ইস্যুতে চলমান বিরোধের মধ্যেই এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কয়েক দিন ধরেই পশ্চিমা নেতারা রাশিয়াকে ইউক্রেনের আক্রমণের ব্যাপারে সতর্ক করছে। হামলা করলে এর কড়া মূল্য দিতে হবেও মন্তব্য করেছেন অনেক রাষ্ট্রনেতা।

সম্প্রতি রাশিয়া তার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রতিবেশী ইউক্রেনের সীমান্তে সেনা মোতায়েনের পরই পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে। এদিকে বাইডেন বলছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে সেটা বিশ্বের জন্য ‘ভয়ংকর পরিণতি’ ডেকে আনবে।

যদিও ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধে উসকানি দিয়ে ‘উত্তেজনা বাড়ানোর’ অভিযোগ করছে। প্রেসিডেন্ট পুতিনও ইউক্রেনে সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।

তবে সীমান্তে কাছে এখনো আনুমানিক এক লাখ সেনা মোতায়েন রেখছে মস্কো। আর ক্রেমলিন বলছে, ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সামরিক উপস্থিতিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে তারা।

এমন পরিস্থিতিতে প্রতিবেশী ইউক্রেনসহ পূর্বের দেশগুলো ন্যাটো জোটে থাকতে পারবে না–এমন শর্ত জুড়ে দিয়েছেন পুতিন। তবে যুক্তরাষ্ট্র বলেছে, আসল সমস্যাটি ন্যাটো নয়,  রাশিয়ার আগ্রাসন।

Link copied!