দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন – এমন দাবি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন কংগ্রেসের এক অধিবেশনের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে যোগ দেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। এতে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, “আমার ধারণা, পুতিন এখন খুবই রাগান্বিত ও হতাশ। তিনি এখন অভিযান দ্বিগুণ জোরদার করবেন। ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে সব কিছুই করবেন তিনি। তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন।”
২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও সমঝোতায় পৌঁছায়নি দুপক্ষ। যদিও বুধবার রাশিয়ার তিন দফা প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
কংগ্রেস অধিবেশনে উইলিয়াম বার্নস আরও উল্লেখ করেন, ইউক্রেনে হামলা নিয়ে পুতিন ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন। এই সামরিক অভিযানে তার বহু বছরের ক্ষোভ ও উচ্চাকাঙ্খার মিশেলের রয়েছে বলেও মন্তব্য করেছেন বার্নস।