• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জয়ের জন্য শেষ পর্যন্ত লড়তে চান জেলেনস্কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৪:৪৪ পিএম
জয়ের জন্য শেষ পর্যন্ত লড়তে চান জেলেনস্কি

ইউক্রেনে সামরিক অভিযানের ১২তম দিনে এখনো অনেক শহরে কঠোর প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। শুরু থেকেই নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রুশ আগ্রাসনের মোকাবেলা করছে দেশটি।

এদিকে যোদ্ধাদের মনোবল আরও জোরালো করতে ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের শুরু থেকেই দেশটির সামরিক বাহিনীর সঙ্গে থেকে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ এই ভিডিওতে জেলেনস্কি বলেন, “আমি পালিয়ে যাইনি। আমি কারও ভয়ে ভীত নই। যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ প্রয়োজন থাকব।”

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কিয়েভ থেকে এই ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। ইউক্রেনে নিজের অবস্থান প্রমাণ করতে ভিডিওতে প্রেসিডেন্ট ভবন থেকে কিয়েভের রাতের দৃশ্য দেখান জেলেনস্কি।

এর আগে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর মেজর জেনারেল মর্যাদার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। নিহত ওই সেনা কর্মকর্তার নাম ভিটালি গেরাসিমভ।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয় জানায়, দেশটির খারকিভ শহরের কাছে যুদ্ধ চলাকালে ভিটালি গেরাসিমভ নিহত হন। মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির অনলাইনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

Link copied!