• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাপানে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১১:০৫ এএম
জাপানে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

জাপানের ওসাকা শহরের কিটাশিনচি ট্রেন স্টেশনের কাছে বাণিজ্যিক এলাকার একটি ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই ভবনটিতে আগুন লাগে। নিহতের সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় দমকল বিভাগ।

ওসাকা পৌর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ৮ তলা ভবনের ৪ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে আগুন ভবনের অন্য তালায় ছড়িয়ে পড়ে। দমকলের ৭০টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওসাকার ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে দগ্ধ ২৮ জনের মধ্যে ২৭ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভবনটির ওই ফ্লোরে একটি ক্লিনিক ছিল। সেখানে মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়।

Link copied!