সাংবাদিক জামাল খাসোগির হত্যায় জড়িত সন্দেহে ফ্রান্সে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানায় বিবিসি।
খালেদ আয়েধ আল-ওতাইবি নামের এই ব্যক্তিকে প্যারিসের চালর্স দ্য গল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। খাসোগি হত্যার তুরস্ক সরকারের প্রকাশিত ২৬ সন্দেহভাজনের তালিকায় রয়েছেন এই ব্যক্তি।
স্থানীয় সময় মঙ্গলবার আল-ওতাইবিকে সৌদির রিয়াদগামী বিমানে ওঠার সময় গ্রেপ্তার করা হয়েছে। তাকে তুরস্কে প্রত্যর্পন করা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
৩৩ বছর বয়সী আল-ওতাইবি সৌদি রাজপরিবারের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তাকে বিচারবিভাগের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তানবুলের সৌদি দূতাবাসের ভেতর হত্যা করা হয় খাসোগিকে। ওয়াশিংটন পোস্টের এই সাবেক সাংবাদিক ছিলেন সৌদি রাজতন্ত্রের কট্টর সমালোচক।
সৌদি আরব দাবি করে, গুপ্তচরদের ‘বেপরোয়া অভিযানে’ নিহত হন তিনি। খাসোগিকে সৌদি আরবে ফিরিয়ে আনতে রাজি করনোর জন্যেই চেষ্টা করছিল গুপ্তচররা। তবে তুরস্কের তদন্ত কর্মকর্তারা দাবি করছেন, সৌদি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই এই হত্যাকাণ্ড চালিয়েছে গুপ্তচররা।
এ ঘটনায় ২০১৯ সালে সৌদি আরবের আদালত আট অজ্ঞাতনামা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। তাদের পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে সাজা কমিয়ে ২০ বছরের কারাদণ্ডের রায় হয়।