• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কিয়েভ শপিং সেন্টারে হামলা, নিহত ৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৬:১৫ পিএম
কিয়েভ শপিং সেন্টারে হামলা, নিহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক এলাকায় রাশিয়ার গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার গভীর রাতে কিয়েভে বেশ কয়েকটি বড় বিস্ফোরণ ঘটে।

এর মধ্যে শহরের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি বাড়ি ও একটি শপিং সেন্টারেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দেওয়া তথ্যমতে, পোডিল জেলার কয়েকটি আবাসিক বাড়ি ও একটি শপিং সেন্টারে এতে ক্ষতিগ্রস্ত হয়। এসময় অন্তত আটজন নিহত হয়েছে।

শহরের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে তার চ্যানেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের কাছে এই মুহুর্তে পাওয়া তথ্য অনুসারে, বেশ কয়েকটি বাড়ি ও একটি শপিং সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে।”

এছাড়াও ক্লিটসকো উল্লেখ করেছেন, উদ্ধারকারী দলগুলো শপিং সেন্টারে আগুন নিভিয়ে ফেলছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিয়েভের রাষ্ট্রীয় জরুরি সেবার বিভাগ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

Link copied!