• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইথিওপিয়ায় আশ্রয়শিবিরে বিমান হামলায় নিহত ৫৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৫:৪২ পিএম
ইথিওপিয়ায় আশ্রয়শিবিরে বিমান হামলায় নিহত ৫৬

ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টাইগ্রেতে বাস্তুচ্যুত নাগরিকদের একটি আশ্রয়শিবিরে বিমান হামলায় নিহত ৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। স্থানীয় বিদ্রোহী ও মানবাধিকার কর্মীদের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

স্থানীয় সময় শনিবার এক টুইট বার্তায়, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রেয়ান পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মুখপাত্র গেটাচেউ রেডা বলেন, “ডেডেবিটের আশ্রয়শিবিরের আইডিপি ক্যাম্পে প্রধানমন্ত্রী আবি আহমেদের বাহিনীর নির্মম ড্রোন হামলা চালিয়েছে। এতে ৫৬ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারায়।”

দুই ত্রাণকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ইরিত্রিয়ার সীমান্তবর্তী অঞ্চলের উত্তর-পশ্চিমে ডেডেবিট শহরে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় অনেক শিশুও আহত হয়েছে বলে জানিয়েছেন তারা। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় সাহায্য কর্মীদের নাম প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

তাইগ্রের বিদ্রোহীদের সঙ্গে প্রায় ১৪ মাস ধরে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে। যদিও বেসামরিকদের লক্ষ্য করে এসব হামলার কথা অস্বীকার করেছে দেশটির সরকার।

এই হামলার বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেতনেত আদানে ও সরকারের মুখপাত্র লেগেসসে টুলুর মন্তব্য জানতে চেয়েও সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া প্রধানমন্ত্রী আবি আহমেদের মুখপাত্র বিলেনি সেইয়ামের সঙ্গেও যোগাযোগ করতে ব্যর্থ হয় রয়টার্স।

 

 

Link copied!