• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের হোস্তোমেলে গোলাগুলিতে মেয়র নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৭:৩৪ পিএম
ইউক্রেনের হোস্তোমেলে গোলাগুলিতে মেয়র নিহত

রুশ সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহরের হোস্তোমলে গুলিবিদ্ধ হয়ে এর মেয়র নিহত হয়েছে। সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

এএফপি জানায়, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো হামলার সময় খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় আরও অন্তত দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে বাকি দুজনের পরিচয় এখনও জানানো যায়নি।

গত কয়েক দিন ধরেই ইরপিন ও হোস্তোমেল শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে। বড় শহগুলোতে এখনও ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী।

২৪শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত সাড়ে তিনশোর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে।

 

Link copied!