• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ফিনল্যান্ডের মানুষ কেন এত সুখী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ১২:১৪ পিএম
ফিনল্যান্ডের মানুষ কেন এত সুখী
ফিনল্যান্ডের মানুষ সাদামাটাভাবে জীবন কাটায়।

সুখ পেতে মানুষ কী না করে। কত ভাবেই না মানুষ সুখী হতে চায়। সুখ সব কালে, সব যুগের মানুষের কাছেই আরাধ্য একটি জিনিস।

কিংবদন্তি মান্না দের গান—সবাই তো সুখী হতে চায়/ তবু কেউ সুখী হয়, কেউ হয় না/ জানি না বলে যা লোকে সত্যি কি না/ কপালে সবার নাকি সুখ সয় না/ সবাই তো সুখী হতে চায়।

মানুষ দুঃখ-কষ্ট, অবসাদ, হতাশা সব ঝেড়ে সুখ খোঁজে। কেউ অর্থ-বিত্তে, কেউ সামাজিক প্রতিপ্রত্তিতে, কেউ ক্ষমতায় সুখ খোঁজে। আবার কেউ নিজেকে বিলিয়ে দিয়েও সুখী হয়।

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মানুষ এমন কী বিশেষ চর্চা করেন, যে কারণে জীবন নিয়ে তারা সন্তুষ্ট? এক প্রতিবেদনে সে কথাই লিখেছেন ফিনল্যান্ডের মনোবিদ ও সুখগবেষক ফ্রাঙ্ক মারটেলা।
মারটেলার মতে, যে দেশের মানুষ সুখ খুঁজতে মরিয়া, তাদের মধ্যেই সুখ সবচেয়ে কম। সুখ খোঁজায় খুব বেশি মনোযোগ না দিলেই বরং সুখ এসে ধরা দেয়। এটিই মূলত ফিনিশদের সুখী হওয়ার মূলমন্ত্র।

ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করেন, সুখ অন্যকে দেখানোর বিষয় নয়। এ কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির রাস্তায় দামি গাড়ি খুব একটা দেখা যায় না। এমনকি বড় বড় প্রতিষ্ঠানের সিইওরাও সাদামাটা ভলভো বা ভক্সওয়াগন চালান। অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই তুলনা অনেক সময় আমাদের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণেই সুখ দেখিয়ে বেড়ানোর পক্ষপাতী নয় ফিনিশরা।
হতাশাবাদীরা কখনো হতাশ হয় না। এ কথাও ফিনিশদের মধ্যে প্রচলিত। তারা মনে করেন, বাধাবিপত্তি জীবনেরই অংশ। তাই ধাক্কা তো আসবেই। যদি অপ্রাপ্তি, বাধা, ধাক্কার জন্য মনকে প্রস্তুত রাখি, তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না। ফিনিশরা বিশ্বাস করেন, যে অবস্থাতেই থাকি না কেন, সব সময়ই এর থেকে আরেকটু ভালো থাকার উপায় আছে। কী নেই, সেদিকে নজর না দিয়ে যদি এখনো আমার হাতে কী আছে, এ নিয়ে ভাবি, তাহলে সামনে এগোনো সহজ হয়।
মানুষ নিজেই নিজের সুখের কারিগর। প্রবাদ আছে—সুখ কেউ রুপার থালায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না। আপনার জীবনের সুখের দায়িত্ব আপনারই। আশপাশের মানুষের কাছ থেকে কতখানি সহায়তা পাচ্ছেন, তার ওপর নির্ভর করছে আপনার সাফল্য।
সুখ কারও কারও, গ্রীষ্ম সবার। এ প্রবাদ ফিনল্যান্ডে প্রায় ১০০ বছর ধরে প্রচলিত। অধিকাংশ ফিনিশ বিশ্বাস করেন, জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই। যা আমার হাতে নেই, তা নিয়ে আমি কেন অস্থির হব!
জীবন কখনো দেয়, কখনো কেড়ে নেয়। আজকে আমি ভালো অবস্থানে আছি, অন্য কেউ খারাপ অবস্থানে আছে। কাল হয়তো আমি খারাপ থাকব, অন্য কেউ ভালো থাকবে। তাই প্রবাদের মূল কথা হলো—হোক ধীরে বা শিগগিরই, গ্রীষ্ম সবার জীবনে আসবে।
ফিনল্যান্ডের মানুষ আসলে অর্থ-বিত্তে সুখ খোঁজে না, সাদামাটা জীবন তাদের পছন্দ। বড় কিছু আকাঙ্ক্ষা না থাকায় তাদের হতাশা কম, আর এটার তাদের সুখী করে।

Link copied!