• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সরকার গঠন নিয়ে জোট, যা বললেন বিলাওয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৯:৩০ পিএম
সরকার গঠন নিয়ে জোট, যা বললেন বিলাওয়াল
পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

জোট গঠনের বিষয়ে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, “আমার দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়।”

শনিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তার বাবা আসিফ আলি জারদারির সঙ্গে পিএমএল-এনের সভাপতি শেহবাজ শরীফের কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বিলাওয়াল ভুট্টো বলেন, “আমি এ বিষয়ক সভার বিষয়ে নিশ্চিত করার মতো কোনো অবস্থানে নেই। যখন পুরোপুরি ফলাফল সামনে আসবে। সে সময়ই আমরা একটা অবস্থায় আসব।”

পিটিআইর কোনো প্রার্থীও তার সঙ্গে এককভাবে যোগাযোগ করেননি বলেও জানান পিপিপির এই নেতা। তিনি বলেন, “আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর কাছাকাছি আছি, তবে তাদের কেউ পিটিআই সমর্থিত স্বতন্ত্র নয়।”

সূত্র : ডন

Link copied!