• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চাঁদের ছবি পাঠালো বিক্রম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ১২:৪৪ পিএম
চাঁদের ছবি পাঠালো বিক্রম
ছবি: সংগৃহীত

ভারতীয় গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের পাঠানো চাঁদের ছবি প্রকাশ করেছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) মহাকাশযান থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম চাঁদের ছবি পাঠালো। চন্দ্রাভিযানের শেষ পর্যায়ে প্রবেশ করা অভিযানে এখন ল্যান্ডারটি চেষ্টা করবে এর সঙ্গে সংযুক্ত রোভারসহ আগামী ২৩ আগস্ট সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে।

ইসরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ল্যান্ডার বিক্রমের ল্যান্ডার ইমেজার (এলআই) ক্যামেরা-১ দিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে। ছবিগুলোতে চাঁদের জিয়োর্দানো ব্রুনো ক্রেটারসহ বিভিন্ন অংশ দেখা যায়। ল্যান্ডারটির ক্যামেরা-১ হারখেবি জে ক্রেটারের ছবিও তুলেছে। যার ব্যাস প্রায় ৪৩ কিলোমিটার।

ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে পারলে, রোভার প্রজ্ঞা চাঁদে বিচরণ করবে। এরপর রোভারটি চন্দ্রপৃষ্ঠে অবস্থান করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। 

Link copied!