• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ১০:৫৩ এএম
উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানি অবরোধ থেকে জাহাজ রক্ষার জন্য হরমুজ প্রণালি এলাকায় যুদ্ধবিমান এফ-১৬ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পেন্টাগন সূত্রের খবর দিয়ে আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।

এক প্রতিবেদনে এপি জানায়, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালির কাছে দুটি তেল ট্যাংকার আটক করার চেষ্টা করার পর ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, উপসাগরী অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাংকার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাংকার আটক করে থাকে ইরান। 

Link copied!