• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে : জরিপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৯:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে : জরিপ

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটার মনে করেন দেশটিতে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। এডিসন রিসার্চের প্রাথমিক বুথ ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, জরিপের ফলে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা ও দেশের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার প্রতিফলন ঘটেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভোটাররা গণতন্ত্র ও অর্থনীতির কথা উল্লেখ করেছেন। প্রায় এক তৃতীয়াংশ ভোটার উভয় বিষয়ের কথা উল্লেখ করেছেন। পরের জায়গাগুলোতে ১৪ ও ১১ শতাংশ ভোট নিয়ে আছে গর্ভপাত ও অভিবাসন।

৭৩ শতাংশ ভোটার মনে করেন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। ২৫ শতাংশ মনে করেন এটি সুরক্ষিত আছে।

বুথফেরত জরিপ মতে, মোট ভোটারদের ৫৩ শতাংশ নারী। ২০২০ সালের জরিপে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ।

কলেজ ডিগ্রিবিহীন ভোটারের সংখ্যা ৫৭ শতাংশ। সংখ্যাটি ২০২০ এর ৫৯ শতাংশের চেয়ে কম। ধারণা করা হয়, এই গোষ্ঠীর ভোটাররা ট্রাম্পকে ভোট দেবেন।

Link copied!