• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

গাজা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট তৃতীয়বারের মতো স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ১০:২৪ এএম
গাজা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট তৃতীয়বারের মতো স্থগিত
গাজা ইস্যুতে তৃতীয়বারের মতো স্থগিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২০ ডিসেম্বর) এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে, মঙ্গলবার দ্বিতীয় দফায় এবং সোমবার প্রথম দফায় নিরাপত্তা পরিষদের ভোট স্থগিত হয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ  খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পরিষদের ১৫ সদস্য এই প্রস্তাবে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের খসড়া প্রস্তাবটিতে নিরাপদ এবং নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা প্রবেশের জন্য জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি দেওয়া এবং টেকসইভাবে এই সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপের নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনের অধীনে সংঘাত জড়িত সব পক্ষকে অবশ্যই তাদের সীমা মেনে চলতে হবে। সেইসঙ্গে জাতিসংঘের একটি পর্যবেক্ষণ ব্যবস্থা দ্রুত মোতায়েন করারও অনুরোধ জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশেই নারী ও শিশু। এছাড়া এই সংঘাতে আহত হয়েছে আরও ৫২ হাজার ৫৮৬ জন।

ইসরায়েলের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ হামলায় উপকূলীয় অঞ্চলের অর্ধেক হাউজিং স্টক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। তারা তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যে রয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাসের হামলায় দেশটির প্রায় এক হাজার ২০০ নাগরিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও ১৩০ জনের বেশি মানুষ এখনও হামাস যোদ্ধাদের হাতে জিম্মি রয়েছেন।

Link copied!