• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১১:১০ এএম
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মস্কোর মেয়র ‍সের্গেই সোবিয়ানিন জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয়। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারের ওপর পড়ে। ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে আছে। তারা কোনো হতাহতের খবর দেয়নি।

এক্সপো সেন্টারটি ক্রেমলিন থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত বলে জানায় আল-জাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) ভোর চারটার দিকে এই হামলার ঘটনা ঘটে। ড্রোনটির ধ্বংসাবশেষ তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারিনি। 
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কোর রাতের আকাশে ঘন ধূসর ধোঁয়া উড়ছে বলে এক ভিডিওতে দেখা যায়। তবে ভিডিওটি বিবিসি যাচাই করতে পারেনি।

ড্রোন হামলা নিয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়াতে ড্রোন হামলা ব্যাপক হারে বৃদ্ধি করেছে।  

Link copied!