• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

চাকরিচ্যুত হয়ে তিনজনকে হত্যা করে আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১১:৫২ এএম
চাকরিচ্যুত হয়ে তিনজনকে হত্যা করে আত্মহত্যা
বন্দুক হামলার ঘটনায় ছুটে আসে পুলিশ। ছবি: এএফপি

গ্রিসের রাজধানী অ্যাথেন্সের গ্লাইফাদায় একটি জাহাজ কোম্পানিতে ঢুকে কর্মীদের জিম্মি করে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন। পুলিশ বলছে, অস্ত্রধারী ব্যক্তিকে কদিন আগেই ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গ্রিক সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, অস্ত্রধারী ব্যক্তি ভবনে ঢুকে দুজন পুরুষ ও একজন নারী কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি মিশরের নাগরিক, তাঁর বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে কোম্পানির (ইউরোপিয়ান প্রোডাক্ট ক্যারিয়ারস) মালিকও রয়েছেন বলে জানায় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রই হত্যায় ব্যবহার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই জাহাজ কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথম দুটি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। আমি দেখি দুজন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি।’

উল্লেখ্য, গ্রিসে এ ধরনের ঘটনা খুবই বিরল। কেননা, দেশটির অস্ত্র আইন খুবই কঠোর।

Link copied!