• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

দাবানল ছড়িয়ে পড়ায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ১২:০৫ পিএম
দাবানল ছড়িয়ে পড়ায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা
ছবি: সংগৃহীত

কানাডায় দাবানল ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যটির ওয়েস্ট কেলোনা শহরে দাবানল আরও ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের প্রধান ডেভিড ইবি সতর্ক করে বলেন, “পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা সামনে আরও কঠিন সমস্যার মুখোমুখি হতে যাচ্ছি।”

ম্যাকডুগ্যাল ক্রিক নামের দাবানলটি ২৪ ঘণ্টার মধ্যে ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানল থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এর আগে ওয়েস্ট কেলোনার ফায়ার সার্ভিসের প্রধান জেসন ব্রোলান্ড দাবানলটিকে ‘ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেন। দেশটিতে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানান্তর করা হয়েছে।

Link copied!